ধুনটে বিদায় অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মেধাবী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মেধাবী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান।

সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পি,পি রেজানুর ইসলাম খান রেজা, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু, চান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান, বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীব ও সহকারী শিক্ষক কেএম ইকবাল কায়েস।