ধুনটে সরকারি দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক এবং উপজেলা সাব-রেজিস্ট্রার দেবদ্যুতি রায়কে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক এবং উপজেলা সাব-রেজিস্ট্রার দেবদ্যুতি রায়কে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রোজিনা আক্তার সুমি প্রমূখ।