ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৪৯তম আঞ্চলিক বিশ্ব ইজতেমা। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ২৬ মিনিট পর্যন্ত দীর্ঘ মোনাজাতে হাজারো দেশি-বিদেশী মুসল্লির কান্না ও আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান।
ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হযরত মাওলানা শামছুদ্দিন সাহেব। মোনাজাতের পূর্বে হেদায়েতের বয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বি প্রফেসর মো: আব্দুল হাই।
জানাগেছে, ঢাকার কাকরাই মসজিদের তত্বাবধায়নে গত বৃহস্পতিবার বাদ ফজর থেকে ইজতেমা শুরু হয়। প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরব, ইন্দোনেশিয়া, মরক্ক ও থাইল্যান্ড সহ আরবের আরো কয়েকটি জামাত এবং দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিগণ ইজতেমায় সমাবেত হন। ইজতেমায় মুসল্লিরা তিনদিন অবস্থান করে আল্লাহর ইবাদত বন্দেগী এবং দেশী-বিদেশী বক্তার হেদায়েতের বয়ান শোনেন। শনিবার আখেরী মোনাজাতে নিজেদের গুনাহ মাফ চেয়ে আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসল্লিম উম্মাহর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য আলহাজ্ব হুমায়ন কবির জানান, টঙ্গির বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে আখেরী মোনাজাত শেষে ৯টি জামাত দীন ও ইসলামের প্রচারে বেড়িয়ে পড়েছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। আখেরী মোনাজাত শেষে মুসল্লিরা নিরাপদে চলে গেছেন।