স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলার সদর উপজেলার গোকুল এলাকার বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনের রাস্তা থেকে রংপুর থেকে বগুড়াগামী কাভার্ড ভ্যান পিকআপে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে রংপুর থেকে বগুড়াগামী ঢাকা মেট্রো-ন-১৩-৬৯৩৯নং কাভার্ড ভ্যান গাড়িটি গতিরোধ করে। পরে চালকের আসনে বসে থাকা ইসমাইল হোসেন (৪৫) কে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামী ইসমাইল হোসেন (৪৫) গাড়িতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। উক্ত কাভার্ড ভ্যানের ভিতরে একটি কাগজের কাঠুনের মধ্যে ৪টি পোটলায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন (৪৫) কুঁড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন হাতিয়ারপিটা এলাকার মৃত জব্বার আলীর ছেলে।