কাজিপুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহযোগিতায় এই দিবস পালিত হয়।

এর আগে কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালন উপলক্ষে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, দুদক পতাকা ও শান্তির পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।

পরে কাজিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার।

কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান প্রমূখ।