ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন বনাম জনপ্রতিনিধি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্টে ৪-০ গোলে বিজয়ী হয় উপজেলা প্রশাসনের দল।
ধুনট উপজেলা প্রশাসনের দলের পক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ খেলায় অংশ নেন। ধুনট উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন শতাধিক ক্রীড়াপ্রেমি মানুষ।
এছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে ওই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন কালেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, এলাঙ্গী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিষ্টন, ধুনট সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নূরুন্নবী হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।