স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে তাবলিগ জামাতের ইজতেমা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হবে। ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফসলী মাঠে তিনদিন ব্যাপি ওই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য মুফতি ইউসুফ বিন সাঈদ জানান, বগুড়ার সূত্রাপুর মার্কাস মসজিদের শুরায়ী নেজামের তত্বাবধায়নে ৫ম বারের মতো ধুনটের পূর্ব ভরনশাহীতে তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ভারত, সৌদি আরব ও ইয়েমেন এর জামাত সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ ইজতেমা ময়দানে জমায়েত হয়েছেন। ইজতেমায় মুসল্লিরা তিনদিন অবস্থান করে আল্লাহর ইবাদত বন্দেগী পালন সহ ধর্মীয় বয়ান শুনবেন। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। এরপর মুসল্লিরা জামাত বন্দি হয়ে ঢাকার টঙ্গির বিশ্ব ইজতেমায় অংশ গ্রহন করবেন।