ধুনটে তাবলীগ জামাতের ইজতেমায় হাজারো মুসল্লির জুম্মার নামাজ আদায়
বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামে তাবলীগ জামাতের ইজতেমায় হাজারো মুসল্লি একসঙ্গে জুম্মার নামাজ আদায় করে হেদায়েতের বয়ান শোনেন। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: -অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামে তাবলীগ জামাতের ইজতেমায় হাজারো মুসল্লি একসঙ্গে জুম্মার নামাজ আদায় করেছেন। শুক্রবার দুপুর সোয়া ১টায় ধুনট পূর্ব ভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফসলী মাঠে অনুষ্ঠিত জুম্মার নামানের ঈমামতি করেন ঢাকার কাকরাইল মার্কাস মসজিদের মুরব্বী মাওলানা আব্দুর রহিম সাহেব।

এছাড়া শুক্রবার বাদ ফজর মাওলানা আব্দুর রহিম সাহেব বয়ান শেষে সকাল ১০টা থেকে ইজতেমার পশ্চিম পাশ্বের টিম সেডে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ বয়ান, পশ্চিমপার্শের মাশওয়ারার কামড়ায় স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ বয়ান অনুষ্ঠিত হয়। এরপর বাদ জুম্মা ঢাকার কাকরাইল মার্কাস মসজিদের মুরব্বী মো: বাবুল মিয়া, বাদ আসর ইন্ডিয়ার মেহমান তরজমা মুফতি আলাউদ্দিন সাহেব, বাদ মাগরিব মাওলানা ফারুক সাহেব হেদায়েতের বয়ান করেন। ইজতেমায় ইয়েমেন, সৌদি আরব ও ইন্ডিয়া সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপি তাবলীগ জামাতের এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৫ম তম এই ইজতেমার সমাপ্তি ঘটবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মার্কাস মসজিদের মুরব্বি মাওলানা ফারুক সাহেব।