ধুনটে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো তাবলীগ জামাতের ইজতেমা
বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামে তাবলীগ জামায়াতের ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের একাংশ। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে তাবলীগ জামাতের ইজতেমা। শনিবার সকাল ১০টা ৩২ মিনিট থেকে ১০টা ৪৭ মিনিট পর্যন্ত দীর্ঘ আখেরী মোনাজাতে মুসল্লিদের কান্না ও আমিন আমিন ধ্বনীতে মুখরিত হয় ইজতেমা ময়দান।

মোনাজাতে নিজের গুনাহ মাফ চেয়ে মুসল্লিম উম্মাহর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মার্কাস মসজিদের মুরব্বী মাওলানা ফারুক সাহেব। এরআগে হেদায়েতের বয়ান করেন কাকরাইল মার্কাস মসজিদের মুরব্বী আব্দুর রহিম সাহেব।

এদিকে মোনাজাতের পূর্বে ইজতেমায় হাজারো মুসল্লীদের সামনে নিজের ভুল বুঝতে পেরে সাদ পন্থী এক ভাই তওবা করে মুল তাবলীগ শুরায়ে নিজামের আহলে হক ওলামায়ে কেরামদের তত্বাবধানে পরিচালিত তাবলীগে ফিরে এসেছেন বলে জানিয়ে ধুনটের ইজতেমার আয়োজক কমিটির সদস্য রবিউল ইসলাম। তিনি জানান, আখেরী মোনাজাত শেষে ৯টি জামাত দ্বীন ও ইসলামের প্রচারে বেরিয়ে পড়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ইজতেমায় মুসুল্লিদের নিরাপত্তায় ধুনট থানা ও ডিবি পুলিশ দায়িত্ব পালন করেন। আখেরী মোনাজাত শেষে মুসল্লিরা নিরাপদে ময়দান ত্যাগ করেছেন।