স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ি বালু মহালে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা একজনকে আটক করে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান এই অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান জানান, ভান্ডারবাড়ীর বালু মহালে সরকারি নির্দেশনা অমান্য করে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের জুন মাসে ৫৭ লাখ টাকায় ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের চৌবেড় মৌজার ৩৯ একর জমি বালু মহাল ইজারা নেন ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন। কিন্তু তিনি নির্দিষ্ট জায়গা থেকে বালু উত্তোলন না করে প্রায় ৩০টি নৌ ড্রেজার দিয়ে পাইপের সাহায্যে শহড়াবাড়ি, শিমুলবাড়ি, ভান্ডারবাড়ী, বৈশাখী, কৈয়াগাড়ী ও ভুতবাড়ী গ্রামের যমুনা নদীর তীর সংরক্ষন এলাকা থেকে বালু উত্তোলন করে আসছে। এবিষয়ে গত ডিসেম্বরে ভান্ডারবাড়ী এলাকার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি বালু উত্তোলন বন্ধে নিষেধাজ্ঞা চেয়ে বগুড়ার আদালতে রিট করেন। পরে আদালত বালু উত্তোলনের বিষয়টি আমলে নিয়ে নিষেধাজ্ঞ জারি করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বেলাল হোসেন ও তার লোকজন। এসংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন গত ৭ জানুয়ারি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়।