ধুনটে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে তালাকপ্রাপ্ত এক নারীকে (২১) ধর্ষণকালে প্রেমিক ইনজামুল হক জিহাদ (১৯) নামে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

জানাগেছে, সিরাজগঞ্জ জেলা সদরের একডালা ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বিশার ছেলে শামীম হাসানের (২১) সঙ্গে এক বছর আগে বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামের গোলাম মোস্তফার মেয়ে রুমি খাতুনের (২১) বিয়ে হয়। কিন্তু ৫ মাস পর সংসারে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেয় শামীম হাসান।

তালাকের পর রুমি খাতুন স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করতে থাকেন। এমতাবস্থায় সাবেক স্বামীর বাড়ির পাশের আব্দুল হালিমের ছেলে ইনজামুল হক জিহাদ ওই তালাকপ্রাপ্ত মেয়েটির সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

এমতাবস্থায় গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯টায় ওই নারী তার পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে এক মামার বাড়িতে যায়। কিন্তু তখন ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে রুমি খাতুনকে জোরপূর্বক ধর্ষণ করে তার প্রেমিক। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পরকীয়া প্রেমিক ইনজামুল হক জিহাদকে আটক করে রাখেন। পরে দীর্ঘ সময়ে এবিষয়ে কোন সমঝোতা না হওয়ায় বুধবার দুপুরে স্থানীয় এলাকাবাসীকে আটককৃত ওই যুবককে ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এঘটনায় বুধবার বিকালে ধর্ষিতা ওই নারী বাদী হয়ে আটককৃত প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ ওই ধর্ষককে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, বুধবার ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।