স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক সেবীকে আটকের পর তিন মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল এই দণ্ডাদেশ প্রদান করেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।