স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ধুনট উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাফেজ মাওলানা আতিকুর রহমানকে সভাপতি ও মাওলানা রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার ধুনট উপজেলা আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার আওতাধীন ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও আতিকুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী কাওছার আহমেদ-এর সঞ্চালনায় উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহ-সভাপতি প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য জুলাই বিপ্লবের মহানায়ক পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ছায়াতলে এসে সকলকে কাজ করার জোর আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ।
তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটি সুখি-সমৃদ্ধ পরিচ্ছন্ন ও জনবান্ধন এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র বিনির্মানে কার্যকরী ভূমিকা পালনের জন্য যুবকদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অর্থ সম্পাদক, মুহা.ইয়াসিন নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাফেজ মাওলানা আবু রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নবনির্বাচিত সভাপতি মুফতী শাহাদাত হোসেন, সেক্রেটারি মুহা.শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক মুহা.আব্দুল মান্নান খান, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুহা.আব্দুস সোবহান, সেক্রেটারি মুহা.সজিব আকন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুহা.আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুহা.আল-আমিন প্রমুখ।
পরিশেষে প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মুফতী মাহদী হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতী আহসান হাবীব বিন কাশেমী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান প্রমূখ।