ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ইসলামী শিক্ষার সুপ্রাচীন ও সমৃদ্ধ প্রতিষ্ঠান শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসা ৩০ বছর পূর্তির সোপানে পদার্পণ করেছে। এ উপলক্ষে এক বিশেষ প্রস্তুতি অনুষ্ঠান ও ফুযালা সম্মেলন আয়োজন করা হয়, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় সৃষ্টি হয় আনন্দঘন এক আবহ।
ঈদের পরের দিন, মঙ্গলবার (০২ শাওয়াল) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সানাউল্লাহ নিয়ামতি (সিনিয়র মুহাদ্দিস ও নায়েবে মোহতামিম, আল জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া মাদ্রাসা, সিরাজগঞ্জ)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রহিম সাহেব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই মাদ্রাসা শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দ্বীনি শিক্ষার এক বাতিঘর, যা হাজারো শিক্ষার্থীকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করেছে। আগামী দিনেও এ প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে যাবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও বর্তমান মোহতামিম আলহাজ্ব মাওলানা কে এম সুলতান মাহমুদ সহ মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, আলেম-উলামা ও দেশ-বিদেশে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁরা মাদ্রাসার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে দ্বীনি শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতামত দেন।
আলোচনা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষার্থীদের কল্যাণ ও দ্বীনি শিক্ষার বিস্তারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।