ধুনটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে সাপের কামড়ে তিন সন্তানের জননী তানিয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহবধূ চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার গ্রামের ভ্রাম্যমাণ শুটকি মাছ বিক্রেতা আব্দুস সাত্তারের স্ত্রী।

নিহতের স্বামী আব্দুস সাত্তার জানান, তার স্ত্রী রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির রান্না ঘরের মাটির চুলা মেরামত করছিল। এসময় চুলার পাশের গর্ত মেরামত করার সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। পরে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ায় রেফার্ড করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের দুই ছেলে ও এক শিশু কণ্য রয়েছে।