আপেল মাহমুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
“মানব সেবাই মূল লক্ষ ও উদ্দেশ্য” এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা একঝাঁক রেমিটেন্স যোদ্ধা নিয়ে গঠন করা হয়েছে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের একটি রেস্টুরেন্টে ঠাকুরগাঁও জেলা প্রবাসীদের উপস্থিতিতে এ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। কমিটিতে কামাল হোসেনকে প্রধান উপদেষ্টা, আব্দুল মজিদকে সাধারণ উপদেষ্টা ও আনারুল ইসলামকে কার্যকরী উপদেষ্টা করা হয়েছে।
কমিটিতে ইরাক প্রবাসী মনির খানকে সভাপতি ও মালদ্বীপ প্রবাসী রুবেল খানকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়াও কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি ইরাক প্রবাসী সাকিব রানা, মালয়েশিয়া প্রবাসী মো. মুহিদুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমান প্রবাসী আবুল বাসার, কাতর প্রবাসী মাসুদ রানা। সাংগঠনিক সম্পাদক সৌদি প্রবাসী সামিরুল ইসলাম, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সৌদি আরব প্রবাসী আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাতার প্রবাসী শ্রী লিটন, সাংস্কৃতিক সম্পাদক সিংগাপুর প্রবাসী হালিম আবদুল্লাহ। কার্যকরী সদস্য রুবেল হক (মালদ্বীপ) সুমন আলী (লিবিয়া) সাদিকল ইসলাম (সৌদি) সহ ৫৯ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেয়া হয়।