স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষক পরিবারের চারটি ঘর ও ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে গোপালনগর ইউনিয়নের বিশাড়দিয়াড় গ্রামের আব্দুস সালাম এর ছেলে কৃষক ফরিদুল ইসলাম বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধুনট ফায়ার সর্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।