স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে লুৎফর সরকার (৪২) নামে এক ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার ডিগ্রীরচর গ্রাম থেকে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত লুৎফর ওই গ্রামের মৃত মোজাহার আলী সরকারের ছেলে।
গোপালনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম জানান, লুৎফর সরকার প্রতিদিনের ন্যায় রাতে তার নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে তাকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহ মাটিতে নামায় স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়। তিনি জানান, লুৎফর রহমান ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ৩ দিন আগে লুৎফরের স্ত্রী বাবার বাড়ি যায়। এ কারনে হয়তো সে ক্ষোভে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।
এবিষয়ে ধুনট থানার এসআই হায়দার আলী জানান, সংবাদ পয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।