স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে আত্মহত্যার চেষ্টা করা সেই গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত পারভিন খাতুন (৪০) ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৭টার দিকে পারভিন খাতুন তার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বগুড়া সদর থানা পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।