
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান জানান, সোমবার বিকালে ধুনট বাজার মনিটরিংকালে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সবুজ ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মিলন এন্টারপ্রাইজকে আরো ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।