মোটরসাইকেল ও গরু চুরির ঘটনায় তিন চোর গ্রেফতার

আপেল মাহমুদ, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা পুলিশ পৃথক দুটি চুরির ঘটনায় অভিযানে নেমে মোটরসাইকেল ও গরু উদ্ধার করেছে। এ সময় মোটরসাইকেল চুরির ঘটনায় দুই তরুণ এবং গরু চুরির ঘটনায় আরও একজনসহ মোট তিন চোরকে গ্রেফতার করা হয়।

থানাসূত্রে জানা যায়, বোদা থানার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে মকবুল হোসেনের দায়েরকৃত মামলায় (মামলা নম্বর-০১, তারিখ ০১/০৮/২০২৫) আটোয়ারী উপজেলার দোহসু (মাছয়ারপাড়া) গ্রামের দুই তরুণ, আশিকুর রহমান আসিফ (পিতা: মো. আব্দুল মান্নান) ও আব্দুল্লাহ আল মাসুদ (পিতা: ওহাব আলী) কে গ্রেফতার করা হয়। চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় ঠাকুরগাঁওয়ের পাটিয়াডাঙি এলাকা থেকে।

অন্যদিকে, ২ আগস্টের গরু চুরির ঘটনায় রুহিয়া থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে এসআই সুলতান আলীর নেতৃত্বে বোদা, আটোয়ারী ও ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে চারটি চুরি যাওয়া গরু উদ্ধার এবং ঠাকুরগাঁও সদরের ভুল্লী এলাকার আব্দুল মান্নানের ছেলে সুজন ইসলামকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, আমরা জনসাধারণের সহায়তায় চুরি, ছিনতাইসহ সকল অপরাধ নির্মূলে অঙ্গীকারবদ্ধ। প্রতিটি অভিযানে আমাদের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ ধরনের সফল অভিযানে জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের দায়িত্বশীল ভূমিকা আবারও প্রমাণিত হলো বলে মনে করছেন স্থানীয়রা।