আপেল মাহমুদ, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন খড়িবাড়ি পাথর-ফাটা দুর্গা মন্দিরের সামনে এক সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া অপর এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তি ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য ও একই ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয় এবং রিপন গুরুতর আহত হন।
রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, এই দুর্ঘটনায় আমরা একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারালাম এবং আরেকজন নেতা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন। আবু সাঈদ ভাই ছিলেন দলের জন্য আপোষহীন এবং নিরলস পরিশ্রমী। আর আলহাজ্ব আমিনুর রহমান রিপন আমাদের সংগঠনের অভিভাবকসুলভ নেতা। আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহত রিপন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।”
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।