ধুনটে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে মাদক, সন্ত্রাস, আত্মহত্যা, বাল্যবিবাহ এবং শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মাদক, সন্ত্রাস, আত্মহত্যা, বাল্যবিবাহ এবং শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ধুনট মডেল মসজিদ অডিটোরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ন পরিচালক আব্দুল মজিদ প্রামাণিক, বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম।