ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চিকাশী-জোড়শিমুল সড়কের জামতলা মোড়ের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে এবং তিনি পেশায় বাংলালিংক কোম্পানীর সিম বিক্রেতা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চালক পাকা সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।