স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
২১শে আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ধুনট মুজিব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আমানউল্লাহ আমান, ধুনট পৌর মেয়র এজিএম বাদশা, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান,
আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খোদা বকস্, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ তারেক হেলাল, চৌকিবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু, মথুরাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নান্টু কাজি, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কালেরপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার আলী, চিকাশী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল প্রমূখ।
আলোচনা সভায় ধুনট উপজেলা আওয়ামীলীগ ও ১০টি ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।