ধুনটে জব্দকৃত ইলিশ মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ
বগুড়ার ধুনট উপজেলা মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় মা ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ধুনট পৌরসভার বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবার পর্যন্ত ২২ দিন মা ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনয়োগ সর্ম্পর্ণ নিষিদ্ধ এবং দÐনীয় অপরাধ। এই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ধুনট পৌরসভার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত ২২ কেজি ইলিশ মাছ দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।