বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে করোনায় ক্ষতিগ্রস্থ ২ হাজার ২২৪ জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২২ আগস্ট) সকাল ১১ টায় বগুড়া সদরের নিশিন্দারা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এস এস এস ) উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
এ সময় উপজেলা চেয়ারম্যান আয়োজকদের সংকটকালীন সময়ে জনগনের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ দেন এবং এ ধরনের আরও উদ্যোগ গ্রহনের ক্ষেত্রে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বগুড়ার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমিন আল মেহেদী, এস এস এস এর মনিটরিং কর্মকর্তা আবু তাহের, অডিট বিভাগ কর্মকর্তা ওয়াহিদ আকরাম, এরিয়া ম্যানেজার সাদ্দাম হোসেন, ম্যানেজার খলিলুর রহমান, এ কে এম শফিকুল ইসলাম প্রমুখ।