নাজমুস সাকিব আপেল, শেরপুর (বগুড়া) থেকে :
বগুড়ার শেরপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী বিয়ার সহ অনুপম দাস অরফে তুলিপ (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) রাতে শেরপুর পৌর এলাকার দক্ষিন সাহাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানাসূত্রে জানাযায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই সাচ্চু বিশ্বাস, এএসআই নয়ন কুমার দাস, এএসআই আমিনুর শেরপুর পৌর এলাকার দক্ষিন সাহাপাড়া মহল্লার অনুপম দাস অরফে তুলিপ (৪৬) এর বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় তার বাড়ি থেকে ২৬ ক্যান বেলজিয়ামের তৈরি ব্লাক ডেভিল বিয়ার উদ্ধার করা হয়।
এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।