এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যলয় মাঠ প্রশাসন শাখার স্মারক নম্বর ০৫.৪৩.০০০০.০১৪.৩৩.০০১.২১.৪৭৩ তারিখ ৮ ভাদ্র ২৩/০৮/২০২১ইং তারিখের প্রজ্ঞাপনে কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর বদলি আদেশ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৬/০৮/২০২১ইং তারিখের প্রজ্ঞাপনে কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমানকে রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহি অফিসার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ আগষ্ট সহকারি কমিশনার মো. নাছিম রেজা স্বাক্ষরিত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। এখন থেকে কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান কার্যক্রম পরিচালনা করবেন।