স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট কর্তৃক করোনাকালীন ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
জেলা প্রশাসকের সভাকক্ষে বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, নির্বাহি ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ।
এসময় জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, আব্দুল মোত্তালিব মানিক, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মিলন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।