নাজমুস সাকিব আপেল, অনুসন্ধানবার্তা :
বগুড়ার শেরপুর থানা এলাকায় যাত্রী সেজে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই করার ঘটনার ২ ছিনতাইকারী’কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের শেরপুর থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার শেরপুর থানার উলিপুর নতুনপাড়া এলাকার মৃত আব্দুল রহমানে ছেলে নয়ন ইসলাম (২৫) ও বাগেরহাট জেলার মংলা উপজেলার কানাইনগর গ্রামের টিটু হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৩)।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১১ টায় শেরপুরের খন্দকার টোলা মাজার এলাকা থেকে উচরং যাওয়ার কথা বলে রিকসা ভাড়া করে নয়ন ও সাগর। যাত্রা পথে জরুরি ঔষধ কেনার কথা বলে তারা ফজলুর মোড় হয়ে হামছায়াপুর কাঠালতলা যেতে বলে রিকশা চালককে।
কিছুপথ যাবার পরে নির্জন স্থানে পৌঁছালে যাত্রীর আসনে থাকা সাগর হাওলাদার চালক জেল হকের গলা ও বাহুতে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। তখন প্রান বাঁচাতে চালক জেল হক দৌড় দেয়। এই সুযোগে নয়ন ও সাগর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এঘটনার শেরপুর থানার ওসি শহিদুল ইসলামের নির্দেশে আসামীদের গ্রেফতারে থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে।
এদিকে ছিনতাই করা রিকশার ব্যাটারি’র চার্জ শেষ হওয়ায় আশামী নয়ন ও সাগর রিকশাটি পিকআপ যোগে রাজধানী ঢাকায় নেয়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশের সহায়তায় ছিনতাইকৃত রিকশা সহ তাদের গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।