ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় গোলাম রব্বানী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রাম থেকে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম রব্বানী ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
জানা গেছে, ধুনট উপজেলার রাঙ্গামাটি দিদারপাড়া এলাকার জনৈক এক ব্যক্তির মেয়েকে গত ৬ জুলাই প্রতিবেশি চাচা গোলাম রব্বানী তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কতিপয় কিছু নেতা ও গ্রাম্য মাতব্বরা ওই পরিবারকে আইনগত সহায়তা নিতে বাধা প্রদান করে।
একপর্যায়ে শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পরপরই ধুনট থানা পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করতে অভিযান চালায়।
অভিযানের সময় আসামী পক্ষের লোকজন পুলিশকে হেনস্থা করারও চেষ্টা করেন।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর পরই মামলা রেকর্ড করে অভিযান পরিচলনা করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
তবে গ্রেফতারের সময় পুলিশকে হেনস্তা হতে হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, অনেক সময়ই আসামী ধরতে গিয়ে পুলিশ সদস্যদের হেনস্তার শিকার হতে হয়। তারপরও অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে রবিবার বগুড়ার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।