স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষণ কমিটির প্রথম সম্মেলনে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ট্রাক পরিবহন ও মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিকদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টম্বর) দুপুরে বগুড়া শহরের গালাপট্টি শ্রমিক দল কার্যালয়ে তাকে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আঃ সোবহান পুটু, বীরগ্রাম ট্রাক পরিবহন কল্যাণ সমিতির সভাপতি বাবলু মন্ডল, মোটর শ্রমিক নেতা মানিক, আঃ হান্নান, ট্রাক শ্রমিক মোত্তালেব, রাজু, তোরাব আলী, সোহাগ সহ প্রমুখ নেতৃবৃন্দ।