নাজমুস সাকিব আপেল, শেরপুর (বগুড়া) থেকে :
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১৯ জুন) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আরডিএ কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন করে।
আরডিএ বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে পায়রা ও রঙ্গীন বেলুন উড়িয়ে সস্ত্রীক কেক কাটেন মহাপরিচালক খলিল আহমেদ।
এরপর কালশিমাটি গ্রামের নির্বাচিত দরিদ্র পরিবারের মাঝে মাছের পোনা ও গাছের চারা বিতরন শেষে মুক্তিযুদ্ধে সকল শহীদ, বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ দেশ ও জাতির সমৃদ্ধি মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরডিএ বগুড়ায় নবনির্মিত সাউন্ড স্টুডিও প্রশান্তির শুভ উদ্ভোধনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানমালা সমাপ্ত হয়।
এর আগে সকল কর্মসূচীতে উপিস্থিত ছিলেন, মহাপরিচালক পত্নী আরডিএ’র মহিলা ক্লাবের সভানেত্রী মিসেস রুবিনা আক্তার সহ আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।