সিরাজগঞ্জ প্রতিনিধি, অনুসন্ধানবার্তা :
সিরাজগঞ্জের তাড়াশ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ লিটার চোলাই মদ সহ সুনীল চন্দ্র বড়াই (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর একটি দল।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন খিরপোতা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত সুনীল চন্দ্র বড়াই সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মাধাইনগর এলাকার মৃত নহুরুল চন্দ্র বড়াইয়ের ছেলে।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এতথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ লিটার চোলাই মদ সহ তাকে আটক করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।