এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামে উত্তরসূরী গ্রুপ (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর উদ্যোগে বিনামুল্যে কমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
এ সময় উপস্থিত ছিলেন, কাহালুর উত্তরসূরী গ্রুপের সভাপতি আতিক মাহমুদ, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ সুজন সহ কাহালুর উত্তরসূরী গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।