স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নারী সহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) ধুনট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ি এলাকার মৃত মানিক আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৬০), স্ত্রী সালেফা খাতুন (৫০), ছেলে মোত্তালেব (২২), দেউড়িয়া গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আব্দুল হাই (৫০), তার স্ত্রী রুবিনা খাতুন (৩৫) ও একই এলাকার মৃত ওসমান গনির ছেলে আবু সাদিক (৫০)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে ৬ জনকে গ্রেফতার করে সোমবার বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।