শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগরের চরশালদহ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে পানি ওঠানোর মোটরের সাথে লাগানো নলকূপ চাপতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে।