এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিয়েছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় দপ্তরে চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক বার্তায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি প্রকাশ করেন।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সভাপতি এ্যাড. গৌতম চক্রবর্তী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।