আপেল মাহমদু, রুহিয়া (ঠাকুরগাঁও) থেকে :
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুহিয়া-আটোয়ারী মহাসড়কের রুহিয়া সালেহিয়া মাদরাসা এলাকায় দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের বশিরুল ইসলামের ছেলে দবিরুল ইসলাম (৫৫) ও একই গ্রামের মৃত মিশার আলীর ছেলে নেকা মোহাম্মদ (৫০)।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, আহত দবিরুল ইসলাম ও নেকা মোহাম্মদ মোটরসাইকেলে করে আটোয়ারীর দিকে যাচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে আসা তাজ পরিবহন নামে একটি ঢাকাগামী নাইট কোচ ওই মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের উপরে উঠে যায়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনার পরই চালক ও হেলপার পালিয়ে গেছে।