শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাইক্রোবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কলেজ কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ-কাজিপুর মাইক্রোবাস মালিক সমিতির মোট ৪৮ জন ভোটারের সবাই ভোট প্রদান করেন। মোট ৫টি পদে ১১ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নেন।
নির্বাচন পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলার সদস্য সিহাব উদ্দিন ও মাহমুদুল আলম চৌধুরী।
নির্বাচনে সভাপতি পদে খোকন তালুকার, সাধারণ সম্পাদক পদে শামীম রেজা সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক পদে বাবুল আকতার, অর্থ সম্পাদক পদে হেলাল উদ্দিন এবং সড়ক সম্পাদক পদে রিপন মিয়া নির্বাচিত হন।