স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
আগামী ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র ৭৫তম জন্মদিন।
দিবসটি উপলক্ষ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে সর্বস্তরের নেতা কর্মীকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।