স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধুনট থানার অফিসার্স কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ধুনট থানার থানার অফিসার (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ তারেক হেলাল, চৌকিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম আপেল,
চিকাশী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, নিমগাছী ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া, গোসাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল হাসান মুকুল, কালেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হারেজ আকন্দ প্রমূখ।
এছাড়াও থানা পুলিশের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক, ধুনট থানার এসআই আসাদুজ্জামান, এসআই রুহুল আমিন খান, এসআই মঞ্জুর মোর্শেদ, এসআই আব্দুস সালাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।