স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে নববধুর ওপর অভিমান করে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
সে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে।
রবিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে ধুনট থানা পুলিশ নিজ বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
স্থানীয় লোকজন জানায়, প্রায় আড়াই মাস আগে বগুড়ার শেরপুর উপজেলার এক মেয়েকে বিয়ে করে আলমগীর। কিন্তু তাদের মধ্যে তেমন কোন বনিবনা ছিল না। শনিবার রাতে তারা স্বামী-স্ত্রী এক সঙ্গে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।
রবিবার ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তখন স্থানীয় লোকজন এসে মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে ধুনট থানার এসআই আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।