কাজিপুরে পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা

শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদে পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (কাজিপুর) এর আয়োজনে গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের সভাপতিত্বে মূল আলোচক ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি সিরাজগঞ্জ, এর সহকারী প্রকৌশলী আমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতি কাজিপুর ডি জি এমআব্দুল্লা, আল আমিন চৌধুরী, কাজিপুর এর পরিচালক মোঃ মকবুল হোসেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক শাহজাহান আলী প্রমূখ।

উল্লেখ্য, দুইদিন ব্যাপি এই উদ্বুদ্ধকরণ সভা কাজিপুরের বিল অঞ্চলের ৬টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।