স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
অনেক দিনই হলো প্রেমিকার সঙ্গে দেখা নেই গার্মেন্টকর্মী সোহাগ হোসেনের। তাই প্রেমিকাকে এক নজর দেখতে ঢাকা থেকে ছুটে এসেছেন সোহাগ হোসেন।
মাদ্রাসা ছাত্রীর সঙ্গে প্রেম করতে, করতে ঢুকে পড়েছে মাদ্রাসারই টয়লেটে! অতপর ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশের সহযোগিতায় মাদ্রাসার টয়লেট থেকে উদ্ধার হতে হয়েছে ওই প্রেমিক যুগলকে।
রবিবার (৩ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দাখিল মাদ্রাসার টয়লেট থেকে ওই প্রেমিক যুগলকে উদ্ধার করে ধুনট থানা পুলিশ।
ওই প্রেমিকা বিলচাপড়ী দাখিল মাদরাসার ১০ শ্রেণীর ছাত্রী এবং তার বাড়ি রামনগর গ্রামে। আর প্রেমিক সোহাগ হোসেন বিলচাপড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং সে ঢাকার একটি গার্মেন্টস কোম্পানীতে চাকরি করে।
স্থানীয় লোকজন জানায়, রবিবার দুপুর ১২টার দিকে সোহাগ হোসেন ও মাদ্রাসার ১০ম শ্রেণীর এক ছাত্রী কথা বলতে, বলতে তারা মাদ্রাসার টয়লেটের ভিতর ঢুকে পড়ে।
অনেকক্ষন পর স্থানীয় যুবকেরা বিষয়টি টের পেয়ে টয়লেটে তালা লাগিয়ে দেয়। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে ধুনট থানার এসআই রুহুল আমীন খান বলেন, টয়লেটের ভিতর থেকে সোহাগ হোসেন সরকারি জরুরী নম্বর ৯৯৯ এ ফোন দেয়। এরপর ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই মাদ্রাসার টয়লেট থেকে তাকে সহ এক মেয়েকে উদ্ধার করা হয়।
এঘটনায় কোন অভিযোগ না থাকায় সমাজসেবা অফিসের মাধ্যমে তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।