বগুড়ার ধুনটে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতারকৃত মুজইদুল ইসলাম জিয়া (২৮) ও খোকন মিয়া (৩০)।

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান বিশেষ চালিয়ে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে খোকন হোসেন (৩৫) ও খোকশাবাড়ি গ্রামের আব্দুল কাদের জিলানীর ছেলে নাজমুল (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় খোকন হোসেনকে বিজ্ঞ আদালত ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং অর্থ ঋন আদালতে দায়েরকৃত মামলায় নাজমুলকে ২ বছরের কারাদন্ড প্রদান করেন।

কিন্তু আদালতের রায় ঘোষণার পর থেকেই তারা পলাতক ছিল। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ও ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী খোকনকে গ্রেফতার করেন।

এছাড়া এএসআই আব্দুল আজিজ পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী নাজমুলকে গ্রেফতার করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।