শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দলিল লেখক আব্দুল মাজেদ প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ডাকাত ফটকাবাজ শাহজাহান আলী ভুলুর সহযোগীরা বিভিন্ন হুমকি ধামকিসহ নানা অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকালে পলাশবাড়ী চৌমাথা মোড়ে দলিল লেখক মাহমুদুজ্জামান প্রান্তের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম, সাজাদুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সভাপতি আখতারুজ্জামান প্রধান টিটু, ভুক্তভোগী দলিল লেখক আব্দুল মাজেদ প্রধানসহ অন্যান্যরা।
কর্মসূচিতে বক্তারা, ডাকাত ও ফটকাবাজ শাহজাহান আলী ভুলু কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যাচার, অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ডাকাত শাহজাহান আলী ভুলুর শাস্তি দাবী করে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে এ মিথ্যা মামলা প্রত্যাহার না করে তাহলে দলিল লেখকগণ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সারা দেশের সকল সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মবিরতি পালন করে দলিল লেখা বন্ধ করে দেয়ার ঘোষণা দেন।