স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়া জেলার শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপে স্থানীয় এমপি হাবিবর রহমানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করেছেন তার ছেলে আওয়ামীলীগ নেতা প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
বুধবার (১৩ অক্টোবর) শেরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
পৃথক পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, কুসুম্বী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু, গাড়ীদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ, আওয়ামীলীগ নেতা আব্দুল মোমিন, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম, তাজুল ইসলাম, মতিয়ার রহমান প্রমূখ।