স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচেই কাহালু উপজেলার কাছে শোচনীয় পরাজয় হয়েছে ধুনট উপজেলার ফুটবল দলের।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বগুড়ার খান্দার এলাকায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টূর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক।
৯০ মিনিটের এই টূর্ণামেন্টের শেষে দিকে ১টি মাত্র গোল করেই জিতে যায় কাহালু উপজেলার ফুটবল দল।
খেলা চলাকালীন সময়ে উভয় দলেরই নাইজেরিয়া ও ঘানা সহ বাংলাদেশ ও বিভিন্ন দেশের খেলোয়ারা মাতিয়ে তোলে স্টেডিয়াম।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টূর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম), বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, সহসভাপতি আলহাজ্ব শেখ, বগুড়া জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমানের ছেলে বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ প্রমূখ।